Wellcome to National Portal

উপজেলা কৃষি অফিস কাহালুতে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা প্রদান প্রতিশ্রুতি

১.    কৃষকের মধ্যে উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ 

       (যেমন—কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী, মাঠ প্রদর্শনী, চাষী র‌্যালী, উদ্বুদ্ধকরণ ভ্রমণ, কৃষি প্রযুক্তি মেলা, কর্মশালা, সেমিনার ইত্যাদি)

২.    পরিবেশবান্ধব, নিরাপদ ও টেকসই উৎপাদনক্ষম উত্তম কৃষি কার্যক্রম প্রবর্তন

৩.    কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও ই—কৃষি তথ্য সেবা সম্প্রসারণ

৪.    কৃষি উপকরণের (সার, বীজ ও বালাইনাশক) সরবরাহ নিশ্চিতকরণ এবং ডিলার নিয়োগ/নিবন্ধনে সহায়তা প্রদান

৫.    জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরণ

৬.    পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন এবং ভূউপরিস্থ পানির (Surface Water) ব্যবহারে উৎসাহিতকরণ

৭.    কৃষক পযার্য়ে মান সম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে সহায়তা প্রদান

৮.    দুযোর্গপ্রবণ এলাকা চাহিদাভিত্তিক ঘাতসহিষ্ণু জাত সম্প্রসারণ

৯.    সম্প্রসারণ কর্মী ও কৃষকদের দক্ষতা বৃদ্ধিকরণ

১০.   কৃষির  উন্নয়নে নারীদেরকে সম্পৃক্তকরণ

১১.    উচ্চমূল্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি

১২.    দুর্যোগ মোকাবেলা ও কৃষি পুনর্বাসন করা এবং উৎপাদনে উৎসাহ প্রদানে প্রণোদনা সহায়তা ও বাস্তবায়ন

১৩.    মানসম্পন্ন কৃষিপণ্য আমদানি ও রপ্তানি নিশ্চিতকরণ

১৪.    কৃষিঋণ প্রাপ্তিতে কৃষককে সহায়তা দান

১৫.    কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ/সমন্বয় সাধন এবং গবেষণালব্ধ প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ

১৬.    বসতভিটার পতিত জমি ও বাড়ির ছাদ চাষের আওতায় আনা

১৭.    কীটনাশক, রাসায়নিক সার ইত্যাদির মান নিয়ন্ত্রণ ও সুষম ব্যবহার নিশ্চিতকরণ

১৮.    প্রচলিত লাগসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ

১৯.    জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষি উৎপাদনে যে বিরুপ প্রভাব তা মোকাবেলায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি প্রযুক্তি ও পরামর্শ প্রদান করা

২০.    খাদ্যশস্য সংগ্রহের নিমিত্ত মূল্য নির্ধারণে বিভিন্ন ফসলের উৎপাদন খরচ নিরুপণ করে মন্ত্রণালয়কে সহায়তা করা।

উপজেলা কৃষি অফিস, কাহালু, বগুড়া