সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
বগুড়া জেলার পশ্চিমাংশে কাহালু উপজেলাটি অবস্থিত। বাংলাদেশের অন্যান্য স্থানের মত এ উপজেলাটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এই উপজেলার উত্তরে শিবগঞ্জ, পূর্বে বগুড়া সদর, দক্ষিণে নন্দীগ্রাম এবং পশ্চিমে দুঁপচাচিয়া উপজেলা দ্বারা বেষ্টিত। বগুড়া জেলার সদর থেকে এই উপজেলা সদরের দুরত্ব প্রায় ১১ কিলোমিটার। এর মোট আয়তন প্রায় ২৩,৮৭৯ হে.। কাহালু উপজেলায় ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা, ১৬৬টি মৌজা রয়েছে। এই উপজেলার দুটি এইজেড রয়েছে—(ক) বরেন্দ্র ভূমি (খ) তিস্তা পলল ভূমি। তবে অধিকাংশ জমি সমতল বরেন্দ্র ভূমি। বর্তমানে খরিফ—২ মৌসুমে রোপা আমন, রবি মৌসুমে বোরো, আলু, সরিষা, গম, মরিচ ও শাকসবজিসহ বিভিন্ন প্রকার ফসলের চাষাবাদ হয়। এখানকার ফসলের নিবিড়তা ২৭৯.৮৯%।উপজেলাটি খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রতিনিয়ত আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। ক্রমহ্রাসমান জমির বিপরীতে দ্রত জনসংখ্যার সমস্যা মোকাবেলায় খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা বিধাানকল্পে একর প্রতি উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নাই। তাই কৃষি স¤প্রসারণ অধিদপ্তর নানামুখি কৃষি উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই উপজেলার আর্থসামাজিক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS